তোমরা যারা কারিগরি কোর্সের ৬ মাসিক প্রোগ্রামে ভর্তি হয়েছো. তারা মাইক্রোসফস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি সম্পর্কে ভাল ভাবে শিক্ষকের কাছে বুঝিয়ে নিবে. নতুনবা সমস্যায় পড়তে হবে. আর পরীক্ষায় পাস করার জন্য যে বইটি না পড়লেই নয় সেটি হচ্ছে. তোমরা যারা অফিস প্রোগ্রামে ভর্তি হয়েছো. তারা অফিস এ্যাপলিকেশন্স ও যারা ডাটাবেজ প্রোগ্রামে ভর্তি হয়েছো তারা ডাটাবেজ এ্যাপলিকেশন্স বইটি পড়বা কেমন? বই দুইটি প্রাইম পাবলিকেশন্স থেকে ছাপানো হয়েছে. প্রাইজ ১৩০ টাকা মাত্র. বাকী প্রাক্টিক্যাল করার জন্য্ আমাদের ওয়েব সাইটের বিভিন্ন পেজে প্রবেশ করে আপনার ইচ্ছামত পেজগুলো পড়ে নিতে পারেন. ধন্যবাদ. এছাড়াও কম্পিউটার সম্পর্কে আপনার যে কোন সমস্যা হলে অথবা আমাকে উপদেশ দেয়ার মত কিছু থাকলে সেগুলো পোস্ট করে দিলে খুশি হব. ধন্যবাদ.
No comments:
Post a Comment